সকাল সাড়ে ১১টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশে রওনা হন জামায়াত আমির। এসময় রাস্তার দু’পাশে দলের নেতাকর্মীরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান।
এক মাসের মধ্যেই তিনি জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরী।
গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। সফল সার্জারির পর ৫ আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। এরপর ধীরে ধীরে সুস্থ হন তিনি।