সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের অবহেলা থাকতে পারে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মোহাম্মদ নাজমুস সাদাত। আজ (বুধবার, ১৩ আগস্ট) দুপুরে তার নেতৃত্বে ৯ সদস্যের একটি দল ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সাদা পাথর লুটের ঘটনায় দায়িত্বে থাকা কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হবে।’
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাদের যোগসাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে, তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।’
নাজমুস সাদাত আরও জানান, নির্বিচারে লুটপাটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের এমন ক্ষতির ঘটনায় প্রশাসনের যোগসাজশ আছে কি না, সেটি নিয়েও দুদক খোঁজ নিচ্ছে।