দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হে গ্রেপ্তার

ফার্স্ট লেডি কিম কিওন হে
ফার্স্ট লেডি কিম কিওন হে | ছবি: এখন টিভি
0

শেয়ারবাজারে কারসাজি ও ঘুষ গ্রহণসহ ৩টি অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হে। মঙ্গলবার (১২ আগস্ট) কিওন হে'র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। যদিও চার ঘণ্টাব্যাপী শুনানিতে আদালতে সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।

ক্ষমতা গ্রহণের পর গেলো জুনে কিওন হে'র অপরাধ তদন্তে বিশেষ কাউন্সেল তৈরির নির্দেশ দেন প্রেসিডেন্ট লি জে মিয়ুং।

এরপর রাষ্ট্রপক্ষ সাবেক ফার্স্ট লেডির বিরুদ্ধে ১৬টি অভিযোগ আনে। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন প্রয়োগের চেষ্টার পর ক্ষমতাচ্যুত হয়ে কারাবন্দি হন তৎকালীন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউল।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী একই সময়ে কারাবন্দি রয়েছেন।

সেজু