পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: আমির খসরু

আমির খসরু মাহমুদ চৌধুরী
আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

পুঁজিবাজারে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে তিনি বলেন, ‘পুঁজিবাজারে গতি আনতে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য।’

আজ (বুধবার, ১৩ আগস্ট) বনানীর শেরাটনে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজিত সামিটের কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু আরও জানান, তার দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক খাতগুলোকে ঢেলে সাজানো হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারীদের জন্য একটি উদীয়মান ক্ষেত্র, যেখানে টেকসই প্রবৃদ্ধির অসীম সুযোগ রয়েছে।’

অন্যান্য বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুধু বাজারের স্থিতিশীলতা নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি নীতি সহায়তা নিশ্চিত করাও জরুরি। তারা উল্লেখ করেন, বাংলাদেশ এখন এমার্জিং ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে বিশ্ব বিনিয়োগ মানচিত্রে অবস্থান করছে, যা সঠিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী বিনিয়োগ গন্তব্যে পরিণত হতে পারে।

এসময় দেশি-বিদেশি বিনিয়োগকারী, নীতি-নির্ধারক ও বাজার বিশেষজ্ঞরা বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এসএস