কর্মী নিয়োগে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়া গড়বে মালয়েশিয়া ও বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

12

বাংলাদেশি কর্মী নিয়োগে স্বচ্ছ, সুষ্ঠু ও জবাবদিহিমূলক প্রক্রিয়া গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে মালয়েশিয়া ও বাংলাদেশ। এর লক্ষ্য হচ্ছে বিদ্যমান ত্রুটি দূর করা ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। গত মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা খুবই খোলামেলা আলোচনা করেছি, যাতে মালয়েশিয়া সরকারের জন্য কোনো সমস্যার সৃষ্টি না হয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াকে পরিষ্কার, সহজ ও স্বচ্ছ করবো।’

বর্তমান প্রক্রিয়ায় ত্রুটি স্বীকার করে তিনি বলেন, ‘বর্তমান প্রক্রিয়ায় কিছু ত্রুটি আছে এবং এগুলো দূর করার প্রয়োজন রয়েছে, যাতে দুই পক্ষের জন্যই কোনো সমস্যা না হয়।’

আরও পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘মালয়েশিয়ার শ্রমিক দরকার, আর আমাদের প্রয়োজন আমাদের দেশের মানুষকে মর্যাদা, অধিকার ও সুবিধাসহ বিদেশে কাজ করার সুযোগ দেওয়া। দুই দেশের মধ্যে সদিচ্ছার কোনো অভাব নেই। শুধু সমস্যা কোথায় হচ্ছে তা খুঁজে বের করে সমাধান করলেই হবে।’

২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় বাংলাদেশিরাই সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী। যার সংখ্যা ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন। মূলত নির্মাণ, উৎপাদন, কৃষি ও সেবা খাতে বেশি কাজ করছেন বাংলাদেশি শ্রমিকরা।

উল্লেখ্য, বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের ৮ আগস্ট থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে। যা কুয়ালালামপুর-ঢাকার নৈতিক ও নিয়ন্ত্রিত শ্রম সহযোগিতার অঙ্গীকারের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

ইএ