কোস্টগার্ড জানায়, গত রোববার (১৭ আগস্ট) রাত ১১টায় জাহাজ থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যান আনোয়ার।
তিনি এম ভি নবাব খান নামে জাহাজটির সুপারভাইজার হিসাবে কর্মরত ছিলেন। আশপাশের লোকজন তৎক্ষণাৎ কোস্টগার্ড ও নৌ পুলিশকে ঘটনাটি জানালে উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।
অবশেষে প্রায় দেড় দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মরদেহ খুঁজে পাওয়া যায়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানা যায়। আনোয়ারের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়।