বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি চাকা হারানোর অভিযোগ

ইস্তাম্বুলে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ইস্তাম্বুলে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ | ছবি: সংগৃহীত
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০টি চাকা হারিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষের ভাষ্য, চাকাগুলো অন্য একটি এয়ারলাইন্সের সঙ্গে অনুমতি ছাড়াই পরিবর্তন করা হয়েছে। এরইমধ্যে এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এবি এম রওশন কবীর জানান, চাকাগুলো মূলত অকশনের জন্য রাখা হয়েছিল। তবে পরে অনুমতি ছাড়া এগুলো অন্য একটি এয়ারলাইন্সের সঙ্গে পরিবর্তন করা হয়।

এ ঘটনায় স্টোরের দায়িত্বে থাকা দুইজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এএইচ