উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা স্থানীয় সরকারের যে ডেটলক ছিল সেটা স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাইছিলাম। কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না থাকায় সেটা করা সম্ভব হয় নাই।’
তিনি বলেন, ‘এখনো আমরা মনে করি মানুষের দৈনন্দিন যে সেবা জন্মনিন্ধন, মৃত্যুসনদ, এনআইডি কার্ড থেকে শুরু করে সকল সেবার জন্য মানুষ স্থানীয় সরকারের উপর নির্ভরশীল। এগুলো ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের কাঠামো পুনর্গঠন করা অর্থাৎ নির্বাচন প্রয়োজন।’
আরও পড়ুন:
এসময় জনগণের ভোগান্তি বিবেচনায় নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
জাতীয় সংসদ নির্বাচন ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
এরপর বিকেলে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আসিফ মাহমুদ। এসময় মাঠভর্তি দর্শক দেখে অভিভূত হন আসিফ মাহমুদ।
তরুণদের খেলাধুলার প্রতি মনোনিবেশ করার অনুরোধও জানান তিনি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে রংপুরে নির্মাণ হবে বিভাগীয় স্টেডিয়াম।’