সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ

ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের কয়েকজন
ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের কয়েকজন | ছবি: সংগৃহীত
2

সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ভয়েস। রাজধানীর লালমাটিয়ায় ‘সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা’ শিরোনামে এ কর্মশালার আয়োজন করা হয়।

ডিজিটাল পরিসরে প্রতিদিনই বাড়ছে নজরদারি, হয়রানি ও নিপীড়নের ঝুঁকি। বিশেষ করে নারী সাংবাদিক ও অধিকারকর্মীরা অনলাইনে প্রায়ই নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হন। এ অবস্থায় পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য সচেতনতা ও সঠিক কৌশল জানা জরুরি হয়ে পড়েছে।

প্রশিক্ষণে সাংবাদিক ও অধিকারকর্মীরা হাতে-কলমে শিখেছেন কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয়, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার, নিরাপদে ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ভিপিএন ও টর ব্রাউজার ব্যবহার, বার্তা আদান-প্রদানে এনক্রিপশন, নিয়মিত ডাটা ব্যাকআপ রাখা, পাবলিক ওয়াইফাই এড়িয়ে চলাসহ আরও নানান বিষয়। এছাড়া অংশগ্রহণকারীরা ডিজিটাল হাইজিন বা দৈনন্দিন নিরাপত্তা চর্চার বিষয়গুলো নিয়েও অনুশীলন করেছেন।

ভয়েসের উপ-পরিচালক মুশাররাত মাহেরা বলেন, ‘নারী সাংবাদিক ও অধিকারকর্মীদের জন্য অনলাইন হয়রানি এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। নিরাপদ যোগাযোগ মানে পেশাগত নিরাপত্তা।’

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ এখন টিভিকে বলেন, ‘ডিজিটাল দুনিয়ায় রাষ্ট্র, কর্পোরেট সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে নানা ধরনের নজরদারি বাড়ছে। তাই এখনই আমাদের সবার নিরাপত্তা কৌশল শেখা দরকার।’

প্রশিক্ষণটি পরিচালনা করেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আশরাফুল হক। অংশগ্রহণকারীরা জানান, এ কর্মশালা তাদের পেশাগত জীবনে ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় দিকনির্দেশনা দেবে।

এএইচ