ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব জানান তিনি।
এসময় নির্বাচন ঘিরে ইসির চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ, ভোটার এডুকেশনসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা করতে প্রস্তুত ব্রিটিশ হাইকমিশন।’
একইসঙ্গে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে নির্বাচন সামগ্রীসহ সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠক করছে ইইউ পাঁচ সদস্যের প্রতিনিধি দল।