আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘আরিয়ানকে সুস্থ করে তুলতে পুরো ইউনিট সার্বক্ষণিক পরিশ্রম করেছে। আরিয়ানের পরবর্তী ফলোআপসহ প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।’
আরও পড়ুন:
এছাড়া আরিয়ানের পুনর্বাসনে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান ইনস্টিটিউটের এ ভারপ্রাপ্ত পরিচালক।
চিকিৎসকরা জানান, ১২২ দিনে আরিয়ানের ৩৪টি অস্ত্রোপচার করতে হয়েছে। প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়ে গত ২১ জুলাই হাসপাতালে ভর্তি হন তিনি। এর মধ্যে ৮ বার তাকে আইসিইউতে নিতে হয়, ৩ দিন ছিলেন লাইফ সাপোর্টে।





