নির্বাচনের পোস্টাল ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভা শেষে কথা বলেন ইসির কর্মকর্তারা। তাদের দেয়া তথ্যমতে, গত বেশ কয়েকদিন যাবত পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চালিয়ে আসছিল ইসি। এই অ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত ১৯ হাজার ১৫৪ জন পুরুষ ভোটার এবং ১ হাজার ৮৮১ জন্য নারী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
আরও পড়ুন:
কার্যক্রম চলা ৫৭টি দেশের মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে দক্ষিণ কোরিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। শুধু দক্ষিণ কোরিয়া থেকেই ৭ হাজার ৭৬৮ জন নিবন্ধন করেছেন। এছাড়া জাপানে ৪ হাজার ৬০৬ জন, দক্ষিণ আফ্রিকায় ২ হাজার ৩১১ জন ও চীনে ১ হাজার ২৮৯ জন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য আবেদন করেছেন। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
আরও পড়ুন:





