‘প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ, ডেডিকেশনের অভাব শিক্ষকদের’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | ছবি: সংগৃহীত
1

প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আর এতে প্রাথমিকের শিক্ষকদের ডেডিকেশনের অভাব রয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সফরের তৃতীয় দিনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ। আমি যখন প্রাথমিকে পড়ি তখন আমার শিক্ষকের বেতন ছিলো ২৮ থেকে ৩২ টাকা। দামের বা বাজারের তফাত কিন্তু এখনের সাথে খুব বেশি না। কিন্তু তাদের ডেডিকেশন ছিলো প্রচণ্ড। সেই অল্প বেতনে তারা খুব পরিশ্রম করে জীবন চালাতো। এখনো যে খুব বেশি বেতন দিই আমরা তেমনটা না, কিন্তু তাদের মধ্যে ডেডিকেশনের অভাব আমরা লক্ষ্য করি।’

আরও পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘প্রাইমারি শিক্ষা হলো সবকিছুর ভিত্তি। যদি আমরা এটা ঠিক করতে না পারি তাহলে আমরা কোনোদিকেই আগাতে পারবো না। আমাদের তো সাময়িক সরকার। আমরা চেষ্টা করছি এমনভাবে কাজগুলো করার যাতে পরবর্তী সরকার এসে কাজগুলো করতে পারে।’

এছাড়া উত্তরবঙ্গ থেকে বৈদেশিক কর্মসংস্থানের নিম্নমুখী হার প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো বিদেশি নিয়োগদাতা যদি কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ দিতে চায়, তাহলে বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র তাদের জন্য ছেড়ে দেয়া হবে।’

তবে বিদেশ যাবার জন্য কর্মীদের জন্য সরকারি ভাবে যে দক্ষতা দেয়া হয় বিদেশে সেই সব কাজের কোনো চাহিদা নেই বলেও মন্তব্য করেন তিনি। বক্তব্যে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যে প্রার্থীর হারার সম্ভাবনা আছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’ এ-সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইএ