‘চিকেন নেক’ নিয়ে বাংলাদেশ নয়, বরং চিন্তা করবে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘চিকেন নেককে’ কেন্দ্র করে এই এলাকা বাংলাদেশ সংক্ষুব্ধ করবে না। ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আছে, ভারত চিন্তিত হতে পারে; আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। আজ (সোমবার, ৭ ডিসেম্বর) নীলফামারীতে প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থান পরিদর্শন শেষে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বল প্রয়োগ করে সীমান্ত হত্যা বন্ধ করা যাবে না, আমাদের সাবধান থাকতে হবে। পৃথিবীর একমাত্র সীমান্ত, যেখানে যুদ্ধ ছাড়াই মানুষ হত্যা করা হয়।’

নিজেদের সাবধানতার ওপর জোর দিয়ে উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিকভাবে এমন বাংলাদেশ বানাতে হবে, যেন কোনো মানুষ কোনো প্রয়োজনেই সীমান্তের কাছে না যায়।’

এসময় উপদেষ্টা আরও বলেন, ‘‘চিকেন নেক’ নিয়ে বাংলাদেশ নয় বরং চিন্তা করবে ভারত। কারণ এটা তাদের এলাকা। ভারতের সঙ্গে সম্পর্ক চীনের। চিকেন নেককে কেন্দ্র করে এই এলাকা বাংলাদেশ সংক্ষুব্ধ করবে না।’

হাসপাতালের জন্য নীলফামারীর নির্ধারিত জায়গাটি চমৎকার হয়েছে মন্তব্য করে উপদেষ্টা জানান, চীনাদেরও এই জায়গাটি খুব পছন্দ হয়েছে। দুই থেকে তিন বছরের মধ্যে কাজ শেষ করার আশাবাদ চীনের।

এনএইচ