এসময় বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনা অনেক উল্লেখ করে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ৮ম বৃহৎ কনজ্যুমার দেশ হবে।’
আরও পড়ুন:
এবারের মেলায় অংশ নিয়েছে সাড়ে তিনশরও বেশি ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান। এরমধ্যে ৬০ শতাংশ নারী-উদ্যোক্তা ও পোশাক খাতের সবচেয়ে বেশি ৭৪টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও পাটজাত পণ্যের ৩৫টি, হস্ত ও কারু শিল্পের ৫৪টি, বাঁশ-বেত সুপারি হোগলা কাঠের পণ্যের ১৫টি, চামড়াজাত পণ্য খাতের ৪০টি, কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্যের ২৮টি, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ১৩টি প্রতিষ্ঠান রয়েছে।
আট দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য।





