তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম চলছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে।’
আরও পড়ুন:
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী বডি ক্যামেরা ব্যবহার করবে। ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে, তাও নিশ্চিত করা হবে।’
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিদিনই লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হচ্ছে।’





