পোস্টে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী অত্যন্ত দুর্গম মাইনদারছড়া মুখ পাড়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। এ এলাকার প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে আজ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান কর্মসূচি পরিচালনা করে।
আরও পড়ুন:
উল্লেখ করা হয়, চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালে স্থানীয় জুম চাষি সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগা (৬০) কিডনি ও পেটের গুরুতর জটিলতা নিয়ে চিকিৎসা নেয়ার জন্য আসেন। দুর্গম অঞ্চলে তার চিকিৎসা সম্ভব না হওয়ায় ডিভিশন সদরের তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে সেখান থেকে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য দ্রুততার সঙ্গে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে উক্ত রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনীর অভিযান শুধু সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে, দুর্গম পার্বত্যাঞ্চলের প্রান্তিক পাহাড়ি জনগণের বিরুদ্ধে নয়। পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান ও মানবিক কার্যক্রম চলমান থাকবে।





