জানা গেছে, আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। এসময় বিক্ষুব্ধদের বিআরটিসির দোতলা বাস ও বেশি কিছু যানবাহনে ভাঙচুর চালায়। টায়ার জ্বালিয়ে সড়কের চারপাশ বন্ধ করে দেয় তারা।
আরও পড়ুন:
মোটামুটি একই সময়ে বাড্ডা-কুড়িল সড়ক অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সেখানেও সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ করে। এতে করে প্রগতি স্বরণি রাস্তা বন্ধ থাকায় ওই এলাকা ও আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে গত রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নেয় মোবাইল ব্যবসায়ীরা। সেদিন আগারগাঁও এলাকায় ব্লকেড কর্মসূচি
পরে বিটিআরসির সঙ্গে বৈঠকে বসে মোবাইল ব্যবসায়ীদের প্রতিনিধিদল। দ্বিতীয় দফায় গতকালও বিটিআরসির সঙ্গে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।
এনইআইআর সংস্কারসহ তিন দফায় দাবিতে বৈঠক-অবরোধের পাশাপাশি গত কয়েকদিন ধরে মোবাইল দোকান বন্ধের শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন ব্যবসায়ীরা।





