৮ ঘণ্টা ধরে জ্বলছে কেরানীগঞ্জের আগুন; নিয়ন্ত্রণে ২০ ইউনিট

জমেলা টাওয়ারে আগুন
জমেলা টাওয়ারে আগুন | ছবি : এখন টিভি
0

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় ‘জাবালে নুর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের ভূগর্ভস্থ গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা ৮ ঘণ্টা ধরে জ্বললেও এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার বিষয়ে খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবরে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট কাজ করছে।

আগুনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আজ ভোর সাড়ে ৫টার দিকে বাবুবাজারের জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুন লাগে। ৫টা ৩৭ মিনিটে খবর পাওয়ার পর ৮ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর কেরাণীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

এ পর্যন্ত মোট ৪৫ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিল্ডিং কোড না মেনে ভবনটি করা হয়েছে। এজন্য আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন ছড়ানোর আশঙ্কা নেই।’

কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার জানান, বিল্ডিং কোড অনুসরণ করে ভবনটি নির্মান হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এফএস