আজ বিকেল ৩টায় রামপুরা ব্রিজ এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। তাদের এ কর্মসূচি ঘিরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কর্মসূচিতে যোগ দেয়া শিক্ষার্থীরা জানান, তারা সরকারকে জানান দিতে চান যে, দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে। তাই তারা মার্চ টু হাইকমিশন কর্মসূচি নিয়েছেন।
আরও পড়ুন:
এদিকে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক নেতার উসকানিমূলক ভারতবিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।
এ তলবের ঘটনা ঘটল এমন প্রেক্ষাপটে হলো— যেদিনই ‘জুলাই ঐক্য’ ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। এ কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ‘ক্রমশ অবনতির দিকে যাওয়া’ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাইকমিশনার হামিদুল্লাহকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, তিনদিন আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।





