এর আগে, দুপুর দেড়টার দিকে ওই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিস জানায়, সরু রাস্তা পেরিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করে আগুন নেভানো হয়েছে। কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে আগুনের ঘটনা। তবে আগুনের সূত্রপাত ও হতাহতের এখনও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহউদ্দিন বলেন, ‘এখানকার বিল্ডিংকোড কোন কিছুর আওতায় পড়ে না।’





