‘পাইলট প্রকল্প’ সফল হলে সারা দেশে কার্যকর হবে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার | ছবি: এখন টিভি
0

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একটি পাইলট প্রকল্প নেয়া হয়েছে যাতে ১ম ও ২য় শ্রেণির বাংলা পাঠ্যপুস্তকে পরিবর্তন এনে লেখার কাজ সম্পন্ন হয়েছে, সফল হলে সারা দেশে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষায় অনেক সমস্যা, সম্ভাবনা ও সীমাবদ্ধতা রয়েছে এবং এরমধ্যে অনেক সাফল্য রয়েছে। প্রাথমিকের ভালো দিকগুলোও তুলে ধরা দরকার, শুধু নেগেটিভ দিক তুলে ধরলে হবে না। এই শিক্ষাকে সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার মূল ভিত্তিই হচ্ছে প্রাথমিকের ১ম ও ২য় শ্রেণি। এখান থেকে শিক্ষার্থীরা ভালভাবে শিখে উঠলেই কেবল ওপরের দিকে ভালো করতে পারে।’

আরও পড়ুন:

তিনি শিক্ষকদের মতামত ও বিভিন্ন গবেষণার কথা উল্লেখ করে জানান, এর মান উন্নয়নে এরই মধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করে বিশেষ করে বাংলা পাঠ্য বইগুলো পুনরায় লেখার কাজ শুরু করে শেষও করা হয়েছে। এগুলো একটি পাইলট প্রকল্পের মাধ্যমে যাচাই করে উত্তীর্ণ হলেই সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে।

এসময় তিনি বলেন, ‘দুটি এনজিও সংস্থা জেলায় চা বাগান শ্রমিক সন্তানসহ অন্যদেরও শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। অন্যান্য এনজিওরা এ কাজে এগিয়ে আসলে শিক্ষার গুণগত মান ও শিক্ষিতের হার বৃদ্ধি পাবে।’

এসময় জেলার ১ হাজার ৫২ জন প্রধান শিক্ষকের মধ্যে মাত্র ২৫০ জনকে উপস্থিত করানো হয়। এর মধ্যে সদর উপজেলারই ছিলেন ১০০ জন। সভায় ১২ জন শিক্ষক তাদের মতামত তুলে ধরেন।

জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস মৌলভীবাজার কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান এনডিসি, উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ মো. শফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম।

ইএ