প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ, আরএফইডির নিন্দা

প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর, আরএফইডির লোগো
প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর, আরএফইডির লোগো | ছবি: এখন টিভি
0

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ এবং দ্য নিউএজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে নাজেহাল ও হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে আরএফইডি সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে গোলাম রাব্বানী বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদমাধ্যম। সেই গণমাধ্যমের কণ্ঠ রুদ্ধ করতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, হামলা কিংবা হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী।’

তদন্ত করে এ ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এএইচ