কূটনৈতিক সাংবাদিকদের পররাষ্ট্রনীতির চর্চায় গঠনমূলক অবদান রাখার আশা পররাষ্ট্র সচিবের

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম | ছবি: সংগৃহীত
0

চলমান বাস্তবতায় চ্যালেঞ্জ মোকাবিলায় কূটনৈতিক সাংবাদিকদের পররাষ্ট্রনীতির চর্চায় গঠনমূলক অবদান রাখার আশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আজ (রোববার, ২১ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর আয়োজনে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

টেলিভিশন, অনলাইন এবং পত্রিকা এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদনের জন্য তিনজন কূটনৈতিক প্রতিবেদককে সম্মানিত করেছে ডিক্যাব।

আরও পড়ুন:

এর পাশাপাশি লেখক সম্মাননাও তুলে দেয়া হয়েছে সাংবাদিকদের। পুরস্কার তুলে দেন পররাষ্ট্র সচিব। এ আয়োজনে বৈশ্বিক বাস্তবতায় বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন অতিথিরা৷

ইএ