প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি: ড্রেস কোড ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি: ড্রেস কোড ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি | ছবি: এখন টিভি
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ (Primary Assistant Teacher Recruitment 2025)-এর লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। আগামী (শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ হাজার পদের বিপরীতে এবার লড়াই করবেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আসন্ন পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষার্থীদের জন্য কঠোর নিয়মাবলি ঘোষণা করা হয়েছে।

একনজরে: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-২৬

  • পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।
  • পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত (মোট ৯০ মিনিট)।
  • কেন্দ্রে প্রবেশের শেষ সময়: সকাল ৯টা ৩০ মিনিট (৯টা ৩০ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে)।
  • আবেদনকারীর সংখ্যা: ১০,৮০,০৮০ জন।
  • মোট শূন্য পদ: ১৪,৩৮৫টি।
  • প্রতিযোগিতার হার: প্রতি পদের বিপরীতে প্রায় ৭৫ জন।

আরও পড়ুন:

পরীক্ষার সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য

নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে ১১টা ৩০ মিনিটে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে, এরপর কোনো পরীক্ষার্থীকে আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

২ জানুয়ারি প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১০ লাখ প্রার্থীর জন্য জারি হলো কঠোর নির্দেশিকা |ছবি: এখন টিভি

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা (Important Instructions for Candidates)

পরীক্ষা স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত রাখতে অধিদপ্তর থেকে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে:

কেন্দ্রে প্রবেশের সময় (Entry Time): পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে (At least 1 hour before exam) কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে (৯টা ৩০ মিনিটে) কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে।

তল্লাশি ও নিরাপত্তা (Search and Security): কেন্দ্রে প্রবেশের সময় নারী ও পুরুষ প্রার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে। জালিয়াতি রোধে প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর (Hand metal detector) ব্যবহার করা হবে।

কান উন্মুক্ত রাখা (Ear exposure for device check): কোনো ধরনের ব্লুটুথ বা স্পাই ইয়ারফোন (Spy earphone) ব্যবহার রোধে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রয়োজনে টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করা হবে।

নিষিদ্ধ সামগ্রী (Prohibited Items): মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ (Smartwatch), যে কোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ বা ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

কী কী সাথে আনা যাবে না?

পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনায় বলা হয়েছে:

  • মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস আনা যাবে না।
  • বই, কাগজ, জ্যামিতি বক্স বা অন্য কোনো শিক্ষা উপকরণ সাথে রাখা যাবে না।
  • প্রবেশপত্র (Admit Card) এবং জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়া অন্য কিছু পরীক্ষাকক্ষে অনুমোদিত নয়।

আরও পড়ুন:

ড্রেস কোড ও অন্যান্য নিয়ম

পরীক্ষায় জালিয়াতি রোধে ড্রেস কোড নিয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে:

  • কানে কোনো ধরনের হেডফোন বা এয়ারবার্ডস থাকা যাবে না।
  • কান ঢেকে থাকে এমন কোনো পোশাক বা ক্যাপ পরা যাবে না (ধর্মীয় পোশাকের ক্ষেত্রে কান দৃশ্যমান রাখতে হবে)।
  • অলংকার বা মেটালিক কোনো বস্তু পরিধান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ওএমআর ও প্রশ্নপত্র সংক্রান্ত নিয়ম (OMR and Question Paper Rules)

পরীক্ষায় শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম (Black ballpoint pen) ব্যবহার করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও ওএমআর শিট—উভয়ই পরিদর্শকের কাছে জমা দিতে হবে। প্রশ্নপত্র সাথে নিয়ে যাওয়া যাবে না।

আরও পড়ুন:

এসআর