শহিদ জিয়ার সমাধিতে যাবেন তারেক রহমান, নিশ্ছিদ্র নিরাপত্তা

জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের আগমনে নিশ্ছিদ্র নিরাপত্তা
জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের আগমনে নিশ্ছিদ্র নিরাপত্তা | ছবি: এখন টিভি
0

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের সমাধিতে যাবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সেখানে যাওয়ার কথা রয়েছে তার।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। এতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এলাকায়।

আরও পড়ুন:

এর পর সেখান থেকে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এসএস