এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে দূর থেকে যারা বক্তব্য দিচ্ছে তারা দেশে আসুক। তাদের বক্তব্যে কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচাল করার চেষ্টা হলে কাউকে ছাড় দেয়া হবে না।’
এছাড়াও সম্প্রতি মিয়ানমার থেকে আসা গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং এলাকার নয় বছর বছরের হুজাইফা আফনান প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আরকান আর্মির কারণে সমস্যা হচ্ছে সীমান্তে। তবে সীমান্তে বাড়ানো হয়েছে তৎপরতা।
আরাকান আর্মিকে এখনো বাংলাদেশ বৈধতা দেয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাম্প্রতিক ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে দেশটির বৈধ সরকারের কাছে।
এদিকে প্রথমবার রেকর্ড সংখ্যক প্রায় ৩ হাজার ২৩ জন বিজিবি নবীন সৈনিক সীমান্ত রক্ষায় নিয়োগ পেয়েছে। এসময়ে জীবন দিয়ে হলেও দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবীন সৈনিকদেরকে সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।





