এখনো থমথমে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ

মাইলস্টোনের সামনে উৎসুক জনতার ভিড়
মাইলস্টোনের সামনে উৎসুক জনতার ভিড় | ছবি: এখন টিভি
0

বিমান দুর্ঘটনার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে মাইলস্টোন স্কুলে। শিক্ষা কার্যক্রম চালু না থাকলেও আহত শিশুদের নিয়ে অনেকেই এসেছেন স্কুলব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র নিতে। তবে কবে নাগাদ স্কুল চালু হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি স্কুল কর্তৃপক্ষ।

এদিকে, বিমান বিধস্ত ভবনে এখনো তথ্য উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদল। তারা জানিয়েছে, সব কাজ শেষ করে দ্রুত স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হবে। যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি সংস্থাটি।

সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, সোমবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

এএইচ