এদিকে, বিমান বিধস্ত ভবনে এখনো তথ্য উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদল। তারা জানিয়েছে, সব কাজ শেষ করে দ্রুত স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করা হবে। যদিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি সংস্থাটি।
সেই সঙ্গে স্কুল কর্তৃপক্ষও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানায়, সোমবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।