'আ. লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপস হবে না'

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর | ছবি: সংগৃহীত
0

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোন আপস হবে না, সরকারকেও আর কোন সুযোগ দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

আজ (শনিবার, ১০ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

জাতীয় সংলাপের উদ্যোগকে গণঅধিকার পরিষদ ইতিবাচক হিসেবে দেখছে মন্তব্য করে বলেন, 'আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে আন্দোলন আরো জোড়ালো হবে।'

একদিকে সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, আবার বিচারের নামে তামাশা করছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, 'আওয়ামী লীগ বাংলাদেশে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না।'

সেজু