বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সন্ধ্যা ৬টায় গুলশানের চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হবেন। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে তার বিভিন্ন শারীরিক পরীক্ষাসহ নিয়মিত চেকআপ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। নিয়মিত তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হচ্ছে।