‘মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে’

নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা নষ্ট করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় পথসভায় এ কথা বলেন তিনি। এসময় আবরার ফাহাদ থেকে আবু সাইদ সকল জুলাই শহিদদের স্মরণ করেন তিনি।

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘সকল নির্যাতিত মানুষের পাশে আছে এনসিপি। কেউ যদি আবার ভারতের গোলামি করতে চায় তার বিরুদ্ধে দাঁড়াবে এনসিপি।’

এসময়, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া সবার স্মৃতিচারণ করেন এনসিপির আহ্বায়ক।

আরো পড়ুন:

নাহিদ ইসলাম বলেন, ‘তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থি রাজনীতির সূচনা করতে চায়।’

এসময় আবরার ফাহাদের কবরের মাটি নিয়ে শপথ করে এনসিপি নেতাকর্মীরা বলেন, ‘এদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হতে দিবে না তরুণ প্রজন্ম।’

অন্যদিকে বিকেলে মেহেরপুরে আরেক পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। একারণে তারা বিচারও চায় না, সংস্কারও চায় না।’

এর আগে কুষ্টিয়ার কুমারখালিতে ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত করে এনসিপি নেতৃবৃন্দরা।

সেজু