‘নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব নয়’

এনসিপি সদস্যসচিব আক্তার হোসেন
এনসিপি সদস্যসচিব আক্তার হোসেন | ছবি: এখন টিভি
0

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ (বুধবার, ৯ জুলাই) জুলাই পথযাত্রার ৯ম দিনে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব না।’ আখতার হোসেন বলেন, ‘এ অভ্যুত্থানের নেতৃবৃন্দ দেশকে নতুন জায়গায় নিয়ে যেতে চায়।’ তাই চুয়াডাঙ্গার মানুষকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

এসময় ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা ভারত সরকাকে বলতে চাই বাংলাদেশের জনগণের কাছে আপনাদের দায়ী থাকতে হবে। মোদী সরকারকে বলবো শেখ হাসিনাকে ফেরত দিন।’

শেখ হাসিনার মত স্বৈরাচারী কাউকে হয়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকল রাজনৈতিক দলকে বাংলাদেশ পন্থী রাজনীতি করার আহ্বান জানান তিনি।

এএইচ