‘সংসদে যাওয়ার জন্য উত্তম পদ্ধতি হচ্ছে পিআর সিস্টেম’

নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম | ছবি: এখন টিভি
1

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দুদিন আগে, দুদিন পরে সময় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা চাই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ গঠন করার প্রয়োজন সবাইকে মিলে। আর সবার সংসদে যাওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে পিআর সিস্টেম।’

আজ (বুধবার, ৯ জুলাই) বিকেলে কুমারখালি বাস-টার্মিনাল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়ার কুমারখালি-খোকসা উপজেলা শাখার আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক নির্বাচন হলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে। তাহলেই সার্বজনীন সংসদ হবে। আর সার্বজনীন সংসদ হলে সকলের দাবি-দাওয়া সংসদে পেশ করতে পারবেন। এতে রাস্তায় আর নামতে হবে না।’

ফয়জুল করীম বলেন, ‘ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, যারাই জোট করবে আমরা তাদের সাথে একত্রিত হয়ে নির্বাচন করবো। এখন যে পরিবেশ আছে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। আমরা মনে করি এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এর জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়া উচিত। নির্বাচন সুষ্ঠু হলে আমরা বিশ্বাস করবো, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশে কোনো স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।’

এসময় আগামী দিনে হাতপাখা মার্কা প্রতীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার সভাপতি ও কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের দলটির এমপি পদপ্রার্থী আনোয়ার খাঁনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল আকরাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা কেএম শারিয়তুল্লাহসহ দলটির নেতৃবৃন্দ।

সেজু