জামায়াতের বেগমপাড়া কিংবা মাসিপাড়া নেই: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
1

জামায়াতের বেগমপাড়া কিংবা মাসিপাড়া নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৫ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত রুকন সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখে। জামায়াতের বেগমপাড়া কিংবা মাসিপাড়া নেই। বিধর্মীদের এক ইঞ্চি জমি কেড়ে নেয়নি জামায়াত, ঘরবাড়িতে হামলা করেনি, চাঁদাবাজি করেনি। দলকে যেভাবে দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হয়েছে, ক্ষমতায় গেলে দেশকেও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। জামায়াতের কর্মীরা ঘুষ না খেলে সবাই বার্তা পেয়ে যাবে। আইনের থাকলেও আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগ থাকলে দুর্নীতি কমে যেতো।’

তিনি বলেন, ‘সমাজ ও মানুষের মুক্তির জন্য রাজনীতি করবে জামায়াত। যত সমালোচনা করুক কেউ থামাতে পারবে না। গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত যেমনি দল নিয়ন্ত্রণ করেছে, যেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে৷’

জামায়াত ইসলামীর আমির বলেন, ‘আইনের প্রয়োগ থাকলে দেশ থেকে দুর্নীতি কমে যেত। সরকারি দল অনিয়ম না করলে সবাই বার্তা পেয়ে যাবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা।’

এসএস