বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ মানুষদের সন্ধানে অভিযান চলছে। এ পর্যন্ত ১২ থেকে ১৪ জন নিখোঁজ বলে জানা গেছে।
তিনশোর বেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে বন্যাকবলিত এলাকা থেকে। ২৭টি সেতু বিধ্বস্ত হয়েছে বন্যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভূমিধস সতর্কতা জারি করেছে দেশটির উত্তরাঞ্চলজুড়ে।