ছাত্রদল ও এনসিপির সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ

ছাত্রদল ও এনসিপির লোগো
ছাত্রদল ও এনসিপির লোগো | ছবি: এখন টিভি
0

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ (রোববার, ৩ আগস্ট) রাজধানীতে একাধিক রাজনৈতিক দলের সমাবেশ ও অনুষ্ঠান রয়েছে। শাহবাগ ও শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা।

একইসঙ্গে শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সকাল থেকে রাজধানীর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান চোখে পড়েছে।  

শাহবাগ মোড়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘ছাত্র সমাবেশ’ করবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। 

আর এনসিপি সমাবেশ করবে কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। তারা জানিয়েছে, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।

এছাড়া জামায়াতে ইসলামী সমর্থিত সাইমুম শিল্পীগোষ্ঠী সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ নামে অনুষ্ঠান করবে। এসব সমাবেশকে কেন্দ্র করে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অতিরিক্ত জনসমাগম ঘটতে পারে।

এ কারণে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ এলাকায় কিছু সড়কে ডাইভারশন দেয়ার পাশাপাশি যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে নগরবাসীকে সতর্ক করে দেয়া হয়েছে। 

এতে বলা হয়, ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময়ে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে ডিএমপি।

এসএইচ