নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার ও সংস্কার নিশ্চিতের দাবি এনসিপির

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন | ছবি: সংগৃহীত
0

প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন, সরকারের এ উদ্যোগে আমাদের আপত্তি নেই। তবে নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ (বুধবার, ৬ আগস্ট) দুপুরে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে কথা এ দাবি জানিয়েছেন আখতার হোসেন।

আরও পড়ুন

এসময় তিনি মাঠ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানায়। এছাড়া জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

আরও পড়ুন

এনএইচ