সংস্কার-পরিবর্তন ছাড়া নির্বাচন হলে আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে: মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

সংস্কার-পরিবর্তন ছাড়া নির্বাচন হলে আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেলে স্থানীয় এক মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা বলেছি শুধু পিআর নয়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে। কোনো ধরনের সংস্কার পরিবর্তন ছাড়া আমরা যদি আবারো আগের মত নির্বাচন করি-তাহলে আমাদের আবারো আওয়ামী বাজে সময়ে ফিরতে হবে। আমরা এত লড়াই সংগ্রাম তো আবার আওয়ামী লীগের বাজে সময়ে ফিরে যাওয়ার জন্য করি নি।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তন যদি না হয় তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব। আমরা ওনার এ বক্তব্যকে সমর্থন করি। এর আগে উনি যে পদক্ষেপ নিয়েছেন সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, আমরা এর নিন্দা জানাই। আমরা মনে করি এখনো সংস্কারের অনেক সময় রয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিতে হবে এবং সংস্কারের পরেই নির্বাচন।’

সভায় সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। মতবিনিময় সভায় ডা. তাহের বলেন, ‘আমাদের সকলের পরিচয় আমরা মানুষ। কোনো ধর্মই অপর ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে না।

তিনি বলেন, ‘জামায়াতের নামে সংখ্যালঘুদের সঙ্গে কেউ অন্যায় করে তাদের নাম দেন। তাকে শুধু বহিষ্কার করব না শাস্তিরও ব্যবস্থা করব। জামায়াতের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আমাকে গোপনে অভিযোগ দেন। ৩ মাসে সোজা না হলে কঠোর ব্যবস্থা।’

এএইচ