শেরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া | ছবি: এখন টিভি
1

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে শেরপুরের ঝিনাইগাতীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। খালেদা জিয়া অসুস্থ থাকার পরও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে চলেছেন। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

আরও পড়ুন:

যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও কটূক্তি করছেন তাদেরকে সমস্ত সমালোচনা ও গীবত বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. আশরাফুল আলম। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক মানুষের অংশগ্রহণ করেন।

এএইচ