এনসিপির ৫ নেতাকে দেয়া শোকজ প্রত্যাহার

এনসিপির ৫ নেতা
এনসিপির ৫ নেতা | ছবি: এখন টিভি
0

জুলাই অভ্যুত্থান দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে অবকাশযাপন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করে নেয়া হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ পাঠানো।

যার প্রেক্ষিতে উল্লেখিত নেতৃবৃন্দ দপ্তরের মাধ্যমে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন। শোকজের জবাব বিশ্লেষণে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লেখিত শোকজ নোটিশসমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

শোকজরে চিঠিতে বলা হয়, গত ৫ আগস্ট, জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং আরও চারজন কেন্দ্রীয় সদস্য কক্সবাজারে ব্যক্তিগত সফরে গেছেন। এ সফর সম্পর্কে দলীয় ‘রাজনৈতিক পর্ষদ’ পূর্বে অবহিত ছিল না। এমতাবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করতে হবে।

আরও পড়ুন:

সেদিন (মঙ্গলবার, ৫ আগস্ট) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিন রাজধানীতে অনুষ্ঠানে না থেকে কক্সবাজারে যাওয়ার বিষয়টি নিয়ে শুরু হয় গুঞ্জন। গুঞ্জন ওঠে এনসিপির নেতারা সেখানে একটি হোটেলে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন।

বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ।

যদিও এ বিষয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় এখন টিভিকে দেয়া বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, পিটার হাসের সঙ্গে নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বৈঠকের খবর স্রেফ ‘গুজব’। তিনি জানান, তারা কক্সবাজারে এসেছেন ঘুরতে।

এএইচ