নিম্নকক্ষের ১০০ আসনে পিআর চায় এবি পার্টি

মজিবুর রহমান মঞ্জু
মজিবুর রহমান মঞ্জু | ছবি: এখন টিভি
1

আগামী সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি না রাখা হলে নিম্নকক্ষের অন্তত ১০০টি আসনে এবি পার্টি এ পদ্ধতি চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। জানান, আগামী ফেব্রুয়ারিতে ভোট নিয়ে শঙ্কা থাকলেও এসময়ের মধ্য তা শুধরে ভোট আয়োজন সম্ভব বলে মনে করে দলটি।

আজ (বুধবার, ২০ আগস্ট) বিকেলে দলের চেয়ারম্যান নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাতে আগামী সংসদ নির্বাচন ঘিরে পিআর পদ্ধতি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক নিয়োগসহ দলটির নয়টি বিষয়ে প্রস্তাবনা জানায়।

এছাড়াও প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ নিশ্চিত, ভোটকেন্দ্র সংস্কারসহ তরুণ ভোটারদের সম্পৃক্তের দাবি জানানো হয়। এসময় নির্বাচনী সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক হিসেবে ভোটার নয়, এমন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়োগের সুপারিশ আসে।

আরও পড়ুন:

ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিতে ভোটগ্রহণের ক্ষেত্রে কক্ষে না করে মাঠে কিংবা খোলামেলা জায়গায় আয়োজনের প্রস্তাব দেন তারা।

স্বাধীনতা পরবর্তী নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান জানান, আগামীর নির্বাচন নতুন আঙ্গিকে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিবে ইসি এমন প্রত্যাশা তাদের। একইসাথে ভোটারকে ভোটকেন্দ্রে আনার দায়িত্ব কমিশনের বলেও মন্তব্য করেন তিনি।

এসএস