অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া যে অবস্থায় থাকুক, উনি চাইবেন বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সংসদ ও সরকার গঠন করুক, বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আসুক।’
কৃষিবিদ ইনস্টিটিউটের এ আয়োজনে প্রায় ২৫০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও যুব উদ্যোক্তা অংশ নেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা সংলাপে তরুণরা দেশের অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে সরাসরি রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।





