আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘নিজের অধিকার আদায়ে শাহবাগসহ বিভিন্ন সড়ক অবরোধ করে অন্যের অধিকার হরণ করাও মানবাধিকার লঙ্ঘন।’ সবাইকে দেশ এবং ইসলামের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
সেমিনারে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তিনি বলেন, ‘ক্ষমতা কোনো পত্রিকার জরিপে নয়, ক্ষমতা আল্লাহর হাতে।’ এখন যে সুযোগ এসেছে তা কাজে লাগানোর আহ্বান তিনি।
সেমিনারে বিগত আওয়ামী আমলে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে ছাত্রশিবির। সেমিনারে সংগঠনটি জানায় গত ১৫ বছরে শিবিরের দেড় লাখ নেতাকর্মীর নামে ১৮ হাজার মিথ্যা মামলা দেয়া হয়, পঙ্গু করা হয় ৩২৪ জনকে, হত্যা করা হয় ১০৩ জন এবং ২৫৫ জনকে গুম করা হয়।





