আজ (রোববার, ১৪ ডিসেম্বর) বিকেলে জামায়াতের উত্তর মহানগরীর উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বুদ্ধিজীবীদের জাতির সূর্য সন্তান উল্লেখ করে পরওয়ার বলেন, ‘১৯৬৫ সালে পরাজয়ের বদলা নিতে একাত্তর সালে ভারত এ যুদ্ধে অংশ নেয় এবং এ দেশ যেন স্বাধীনতার পর দাঁড়াতে না পারে। তাদের আধিপত্যে যাতে বাধা দিতে না পারে, সেজন্য বুদ্ধিজীবীদের তারা খুন করেছিল।’
আরও পড়ুন:
চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছে সে তথ্য থাকার কারণে তাকেও গুম করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
এসময় গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে অভিযোগ তুলের গোলাম পরওয়ার বলেন, ‘দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা এখন বয়ান তৈরির চেষ্টা করছে, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য। হাদির ওপর হামলার দায় তাদের নিতে হবে।’
এসময় শেখ হাসিনাকে ফেরত দিয়ে আন্তর্জাতিক আইন মেনে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে বলেন জামায়াতের এ নেতা।





