নিজের ওপর হামলার ঘটনায় বিচার না হলেও হাদি হত্যার বিচার চাই: ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর | ছবি: সংগৃহীত
0

নিজের ওপর হামলার ঘটনায় বিচার না হলেও ওসমান হাদি হত্যার বিচার চেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, ‘সিইসির মতে বিপ্লবীদের হত্যা বিচ্ছিন্ন ঘটনা।’ এমন পরিস্থিতিতে গণঅধিকার পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে নতুন করে ভাবছেন বলেও জানান সাবেক এই ডাকসু ভিপি।

আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টন এলাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত শোক র‍্যালিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিপ্লবী লড়াকুদের রাস্তায় ছুড়ে ফেলে ফ্যাসিস্টের কিছু মূল নিয়ে বসিয়েছে উপদেষ্টার চেয়ারে। আর এখন ছুড়ে ফেলা বিপ্লবীদের নিশানা বানানো হচ্ছে। বিপ্লবীদের সঙ্গে আজ যা কিছু হচ্ছে তার মদদ দিচ্ছে এ সরকার।’

আরও পড়ুন:

আর এ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা জানিয়ে বক্তারা বলেন, ‘আগাম খবর পাওয়ার পরেও প্রথম আলো ও ডেইলি স্টার বাঁচাতে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।’

তিনি বলেন, ‘তিন ছাত্র উপদেষ্টারা নিজেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন লাগানোর মব তৈরি করে এখন সরকারের কাছে বিচার চাইছে।’

এই উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সেজু