সরাসরি আপডেট

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
3

তারেক রহমানের প্রত্যাবর্তন

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দীর্ঘ সময়ে প্রবাসে থেকেও নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করার পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম এবং চব্বিশের জুলাই আন্দোলনেও ছিল তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী ও দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য।

সংবর্ধনাস্থলে তারেক রহমান

নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেছেন প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বিকেলে ৩টা ৫০ মিনিটে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠান স্থলে পৌঁছেছেন।

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন

দেড় যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তন যেমন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ পেয়েছে, তেমনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তা উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

মঞ্চে নেতাকর্মীরা, ধীরগতিতে তারেক রহমানের গাড়িবহর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ (৩০০ ফিট) আয়োজিত অভ্যর্থনা-মঞ্চের কাছাকাছি পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে

জনস্রোতে তারেক রহমান; নজিরবিহীন ‘মানববলয়’

নেতাকর্মীদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে রাজসিক প্রত্যাবর্তন করেছেন প্রায় দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এখন পূর্বাচলের ৩০০ ফিট এলাকার সংবর্ধনা অনুষ্ঠান স্থলের কাছাকাছি রয়েছেন। এসময় তারেক রহমানের বাস ঘিরে অসংখ্য সেনা, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও দলীয় নেতাকর্মীদের পায়ে হেঁটে ‘মানববলয়’ তৈরি করে সুরক্ষা নিশ্চিত করতে দেখা যায়।

স্লোগানে মুখরিত ৩০০ ফিট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জড়ো হওয়া নেতাকর্মীরা বিমানবন্দর থেকে ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়েছেন। কোথাও কোথাও ভিড় উপচে পড়ছে। নেতাকর্মীরা তাদের নেতাকে একনজর দেখার চেষ্টায় আছেন। তারেকের গাড়ি বহর বিমানবন্দর থেকে ধীর গতিতে এগিয়ে যাওয়ার সময় দুই ধারে অবস্থান করা নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। কুড়িল থেকে ৩০০ ফিটের পুরো সড়ক মুখরিত নানান স্লোগানে। এক দলের স্লোগান থামছে তো, শুরু হচ্ছে আরেক দলের। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে সকাল হওয়ার আগেই ভরে গেছে সংবর্ধনাস্থল। পুরো এলাকা পরিণত হয়েছে জনসমুদ্রে।

জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম: জামায়াত আমির

তারেক রহমানের এ দেশে ফেরা উপলক্ষে ফেসবুকে ‘স্বাগতম’ জানিয়ে পোস্ট করেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সারজিস আলমের পোস্ট

তারেক রহমানকে দেশে স্বাগত জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরেছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন, রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

গুলশানের বাসায় জুবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা তারেক রহমানের গুলশানের বাসায় পৌঁছান। এসময় পুলিশ ও সিএসএফ সদস্যরা তাদের প্রটোকল দিয়ে নিয়ে আসেন।

কড়া নিরাপত্তায় এগোচ্ছে তারেক রহমানের গাড়ি বহর

তারেকের গাড়ি বহর বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চের দিকে যাবার পথে তার বাসকে ঘিরে কঠোর নিরাপত্তা দেয়া হচ্ছে। সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি সামনে-পেছনে রয়েছে। দুই পাশে হেঁটে হেঁটে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলছেন। গাড়ি বহর চলছে ধীর গতিতে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারপাশে নজর রাখার পাশাপাশি সড়কের দুই পাশে থাকা কর্মী সমর্থকদের গাড়ি বহর থেকে দূরে রাখছেন।

কড়া নিরাপত্তায় এগোচ্ছে তারেক রহমানের গাড়ি বহর |ছবি: এখন টিভি

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়।

খালি পায়ে মাটিতে দাঁড়িয়ে একমুঠো মাটি তুলে নিলেন তারেক রহমান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল। দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাদের সালাম দেন। এর আগে, বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।

খালি পায়ে মাটিতে দাঁড়ালেন তারেক রহমান |ছবি: এখন টিভি

বিমানবন্দর থেকে ৩০০ ফিটের পথে তারেক রহমান

বিমানবন্দর থেকে বের হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় যাচ্ছেন তারেক রহমান। সকাল থেকেই রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট এলাকায় দলবদ্ধভাবে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেয়ার আয়োজন করা হয়েছে।


এভারকেয়ারের সামনে নিরাপত্তা জোরদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলে নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাসপাতাল এলাকাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে।

এভারকেয়ারের সামনে বিজিবি মোতায়েন |ছবি: এখন টিভি

বিমানবন্দরের সামনে নিরাপত্তা জোরদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বের হওয়ার গেট থেকে একবারে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে।

তারেক রহমানের আগমনের খবরে পূর্বাচলে দোয়া

তারেক রহমান বিমানবন্দরে এসে অবতরণ করেছেন, এমন খবরে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া করেছেন বিএনপির নেতাকর্মীরা। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের অবতরণের খবর আসে। এরপর পূর্বাচলের সমাবেশের মঞ্চ থেকে দোয়া পরিচালনা করা হয়।

ঢাকায় তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সিলেট থেকে ঢাকার দিকে তারেক রহমান

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে থেকে ঢাকার পথে রওনা দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইটটি। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেট ছেড়ে আসে বিমানটি।

বেলা ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা রয়েছে বিমানটির। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে যাত্রাবিরতির জন্য সিলেটে অবতরণ করে ফ্লাইটটি।

তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটে অবতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করে বিমানটি। সিলেটে যাত্রাবিরতি শেষে ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে ফ্লাইটটি।

বাংলাদেশের আকাশসীমায় তারেক রহমানকে বহনকারী বিমান

বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকালে বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

ঢাকার পথে সপরিবারে তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় বুধবার দিবাগত (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে বিমানের বিজি-২০২ ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে।

বিমানে ওঠার পর সপরিবারে তারেক রহমান |ছবি: বিএনপির মিডিয়া সেল

সব কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টা নাগাদ তিনি দেশের মাটিতে পা রাখবেন।

এর আগে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে (স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে) কিংস্টনের বাসা থেকে সপরিবারে বের হন তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন।

লন্ডন ছেড়েছেন তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে (স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে) কিংস্টনের বাসা থেকে সপরিবারে বের হন তিনি।

স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন সফরসঙ্গী তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান বিমানের বিজি-২০২ ফ্লাইটৈ আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন।

ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন।

সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে তার ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বে। আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে।

প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশকিছু নির্দেশনা জারি করেছে।

আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ১১ টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ফিট) হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন যাবেন।

এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে। সেজন্য সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিএমপি বেশকিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার বাংলাদেশে ফেরাকে স্বাগত জানাই। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’

প্রেস সচিব আরও জানান, সরকার তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিএনপির সঙ্গে পরামর্শ করছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

আসু