আজ (রোববার, ২৫ মে) দুপুরে বিক্ষোভ মিছিলে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টারা দেশের সব ছাত্রদের প্রতিনিধিত্ব করে না উল্লেখ করে, দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদের পদত্যাগ দাবি করেন বক্তারা।
উপদেষ্টাদের পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তাদের পরিষদ ভেঙে ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের আহ্বানও জানান ছাত্র অধিকার পরিষদ।
এসময় সম্প্রতি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের ফাটল ধরেছে, তা মীমাংসা করার আহ্বান জানান তারা।
এখন পর্যন্ত ছাত্রদল নেতা সাম্যের মূল হত্যাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়েছে জানিয়ে অতি দ্রুত ন্যায়বিচারের দাবি করেন তারা। সেই সাথে অতি দ্রুত সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জোর দাবি উঠে বিক্ষোভ মিছিল থেকে।