বিপিএলে ওঠা ফিক্সিং ইস্যুতে আকসু তদন্ত করছে

0

বিপিএলে পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের দায়িত্ব নিয়েছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে পারিশ্রমিক ইস্যুর সমাধান করা হবে। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) বোর্ড সভা শেষে জানিয়েছেন বিসিবি কর্তারা। বিপিএলে ওঠা ফিক্সিং ইস্যুতে আকসু তদন্ত করছে বলেও জানিয়েছেন তারা।

বিপিএলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে টালমাটাল দেশের ক্রিকেট। পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার-মালিকপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচ বয়কটের হুমকি, বোর্ড সভাপতির হস্তক্ষেপসহ নানা জলঘোলার পরও এখনো সংকটের সমাধান করতে পারেনি দুর্বার রাজশাহী।

এরমধ্যেই জানা গেছে, পারভেজ ইমনকে এক পয়সাও পরিশোধ করেনি চিটাগাং কিংসও। পারিশ্রমিক ইস্যুতে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন বিদেশি ক্রিকেটাররাও।

এসব কর্মকাণ্ডে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ইজ্জত ধুলোয় মিশেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন কাণ্ডের পর এবার নড়েচড়ে বসছে বিসিবি। বোর্ড সভা শেষে গণমাধ্যমে পরিচালকরা জানিয়েছেন শীঘ্রই আসছে সমাধান।

বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে। যেটা আমরা নজরে নিয়েছি।’

বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, ‘বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী ৪৮ ঘণ্টার ভিতর সকল নিয়ে বসবো যাতে এইটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বগুলো ক্লজ করবো। প্লেয়ারদের আশস্ত রাখতে হবে এই কন্টাক্টচুয়াল যে অভিযোগ আছে তা মিট করা হবে।’

পারিশ্রমিক ইস্যুর চেয়েও স্পর্শকাতর অভিযোগ উঠেছে বিপিএলে। গুঞ্জন আছে, বিপিএলে পাতানো ম্যাচের। সন্দেহের তালিকায় কয়েকজন ক্রিকেটার। এ নিয়েও আলোচনা হয়েছে বোর্ডসভায়।

মাহবুব আনাম বলেন, ‘বিসিবির অ্যান্টি-করাপশন সেল আছে এইটা তাদের অধীন। এজন্য আমরা কোনো মন্তব্য করতে পারবো না। তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে।’

নতুন বিপিএলের স্বপ্ন দেখানো ১১তম বিপিএল বরং বিতর্কে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে। দেখার অপেক্ষা, ভালোয় ভালোয় আসর শেষ করতে পারেন কি না আয়োজকরা।

সেজু