চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন অনেকেই, দোদুল্যমান অনেকের ভাগ্য

0

প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগেই ইনজুরির কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে জাসপ্রিত বুমরাহ-প্যাট কামিন্স সহ অনেকেই ছিটকে গেছেন। কারও ভাগ্য দোদুল্যমান আবার কেউ কেউ নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। মাঠে লড়াই শুরু হবার আগেই তাই দল সাজাতে হিমশিম খাচ্ছে বড় দলগুলোও।

সাত বছরের অপেক্ষা ঘুচিয়ে আর মাত্র সাত দিন পর মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ইনজুরির থাবায় শুরুর আগেই টুর্নামেন্ট শেষ অনেক তারকা ক্রিকেটারের। চোটের কাছে নতি স্বীকার করার শঙ্কায় আছেন আরো একাধিক ক্রিকেটার। কেউবা নিজে থেকেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।

বড় ঝড়টা গেছে মাইটি অস্ট্রেলিয়ার উপর দিয়ে। অধিনায়ক প্যাট কামিন্স আর জশ হ্যাজলউড ছিটকে গেছেন ইনজুরি দুর্ভাগ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ওয়ানডে থেকে অবসর খবরটা অজিদের কাছে যেনো বিনা মেঘে বজ্রপাত।

আর ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে মিচেল স্টার্কের নাম সরিয়ে নেয়া অজিদের জন্য গোদের উপর বিষফোড়া বা কাঁটা ঘায়ে নুনের ছিটা। শক্তিশালী পেস বোলিং ইউনিটটাই এখন চেনা দায়।

জাসপ্রিত বুমরাহকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করার নকশা হয় ভারতীয় বোলিং লাইন আপে। ইনজুরির থাবায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বুমরাহকে শুধু ভারতই মিস করবে না, মিস করবে পুরো ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া ও জেরাল্ড কোয়েৎজে আছেন এই তালিকায়। প্রোটিয়াদের রন কৌশলে তাই আসতে পারে বড় পরিবর্তন।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে খেলার অপেক্ষায় আফগানিস্তান। স্কোয়াডে থেকেও মেরুদণ্ডের ইনজুরির কারণে ইতিহাসের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত স্পিনার এম গজনফার।

পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে দলে থেকেও নেই অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা মিস করবেন এটা নিশ্চিত। প্রত্যাশিত উন্নতি না হলে দর্শক হয়েই থাকতে হতে পারে পুরো আসরে। একই সিরিজে কিউইদের বিপক্ষে মাত্র ছয় ওভার বোলিং করার পর চোট পান বোলার হারিস রউফ। গত আসরের ট্র্যাজেডি হিরো হারিসের এবার মাঠে নামা নিয়েই তৈরি হয়েছে বিস্তর শঙ্কা।

সব মিলিয়ে দুর্ভাগ্যজনকভাবে তারকা ক্রিকেটারদের ছিটকে যাওয়ার মিছিলে মাঠের লড়াইয়ের উত্তেজনা কিছুটা হলেও হ্রাস পাবে।

এসএস