পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড | এখন
0

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৪৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে সফররতদের হোয়াইটওয়াশ করলো কিউইরা।

বৃষ্টিবিঘ্নিত দিনে ৪২ ওভার ম্যাচ নির্ধারিত হয়। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই নিক কেলিকে ফেরান নাসিম শাহ। এরপর আরেক ওপেনার রিস মারিও ও হেনরি নিকোলসের পঞ্চাশোর্ধ জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় কিউইরা।

ফিফটি করেন মারিও। তাদের বিদায়ের পর ড্যারেল মিচেলের ৪৩ ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ৪০ বলে ৫৯ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকরা ২৬৪ রানের সংগ্রহ পায়।

জবাব দিতে নেমে শুরুতেই ইনজুরিতে মাঠ ছাড়েন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। আবদুল্লাহ শফিক ও বাবর আজমের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকা সফরতরা খেই হারায় শফিকের বিদায়ে।

বাবরের ৫০ ও রিজওয়ানের ৩৭ রান ছাড়া উল্লেখযোগ্য কোন ভূমিকা রাখতে না পারলে সব উইকেট হারিয়ে ২২১ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

সেজু